আমি তোমাকে পেতে চাই একান্তে খুব আপন করে।।
কারণ না পাওয়ার বেদনা ক্যাকটাসের কাঁটার মতো
একবার বিধলে রক্ত গড়িয়ে পড়বে তবুও কখনও শান্ত হবে না মন !!
মানুষের জীবন অনেক ছোট আর এই ছোট জীবনে শুধু কি হারানোর শঙ্কার ভিতর বাস করবো ??
না
কারণ না পাওয়ার বেদনা ক্যাকটাসের কাঁটার মতো
একবার বিধলে রক্ত গড়িয়ে পড়বে তবুও কখনও শান্ত হবে না মন !!
মানুষের জীবন অনেক ছোট আর এই ছোট জীবনে শুধু কি হারানোর শঙ্কার ভিতর বাস করবো ??
না
করবো না ।।
তোমাকে নিয়ে ঘর বেধে স্বপ্ন দেখব আকাশ ছোঁয়ার ।।
কি থাকবে না আমার সাথে বলো ?
তোমাকে নিয়ে ঘর বেধে স্বপ্ন দেখব আকাশ ছোঁয়ার ।।
কি থাকবে না আমার সাথে বলো ?
কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারেনা
ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয়্না..
..জীবনে একটা কথা মনে রেখো
কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না
ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয়্না..
..জীবনে একটা কথা মনে রেখো
কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না
প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু কষ্ট রয়েছে।
কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারেনা
কেউ সেই কষ্টকে দূরে ফেলে জীবনাটাকে উপভোগ করতে পারে, আবার কেউবা সেই কষ্টকে আকড়ে ধরে জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে।
কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারেনা
কেউ সেই কষ্টকে দূরে ফেলে জীবনাটাকে উপভোগ করতে পারে, আবার কেউবা সেই কষ্টকে আকড়ে ধরে জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে।
তাকেই বিশ্বাস করুন
যে কিনা আপনার হাঁসি দেখে আপনার
কষ্ট বুঝে নেয় ......
যে কিনা আপনার নিরবতায় কান পেতে
আপনার
কথা গুলো শুনতে পায় .....
এবং যে আপনার রাগ অভিমান দেখে
আপনার ভালোবাসাকে বুঝতে পারে ....
কারন
নিঃসন্দেহে সে সত্যিই আপনার..♥
যে কিনা আপনার হাঁসি দেখে আপনার
কষ্ট বুঝে নেয় ......
যে কিনা আপনার নিরবতায় কান পেতে
আপনার
কথা গুলো শুনতে পায় .....
এবং যে আপনার রাগ অভিমান দেখে
আপনার ভালোবাসাকে বুঝতে পারে ....
কারন
নিঃসন্দেহে সে সত্যিই আপনার..♥
☼ একটি মেয়ে ☼
অনেক বেশি সময় নেয় একটি
ছেলেকে ভালবাসতে,
কিন্তূ সামান্য কিছু সেকেন্ড
নেয় তাকে ঘৃণা করতে
অনেক বেশি সময় নেয় একটি
ছেলেকে ভালবাসতে,
কিন্তূ সামান্য কিছু সেকেন্ড
নেয় তাকে ঘৃণা করতে
আগে তোমার সাথে কথা বলার জন্য রাত
জেগে থাকতে হত
কিন্তু পারতাম না আমি জাগতে.....
আজ আমার রাত কাটে নির্ঘুম
কিন্তু সেই তুমি আর নেই এখন আমার সাথে.....
জেগে থাকতে হত
কিন্তু পারতাম না আমি জাগতে.....
আজ আমার রাত কাটে নির্ঘুম
কিন্তু সেই তুমি আর নেই এখন আমার সাথে.....
আজ অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, সেই কবে তোমাকে দেখেছিলাম, দেখা হয় নি তবুও তোমাকে আমি সারাক্ষণ ভাবি। আজ জানতে খুব ইচ্ছে করছে এত দিনে আমার কথা কি কখনও তোমার মনে পডে.ছে। আমার মনে হয় পাডে.ছে, হয়ত তখন তোমার খুব খারাপ লেগেছে হয়ত না। আমার খুব মনে পাডে.ছে, খুব খারাপও লেগেছ। জান আজও আমি তোমাকে ফিরে পাব বলে স্বপ্ন দেখি। জানিনা কেন এরকম হল আজত দুজন পাশপাশি থাকতে পারতাম
মন থেকে যদি কাউ কে কোন সময় ভালবাসেন, সে আপনাকে কোন দিন ভালবাসবেনা। যাকে জীবনে আপন করে পাওয়ার স্বপ্ন দেখবেন, সে আপনাকে দূরে ফেলে দিবে। যাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখবেন, সে আপনার ঘর নষ্ট করে দিবে। দুনিয়ার প্রতিটি নিয়ম এভাবে ঘটে, নিজের মনের মত হয়ে জীবনে খুব কম জিনিস আসে। মনের স্বপ্ন খুব কম সত্য হয় প্রতিটি মানুষের জীবনে। আমি একজন বিশেষ মানুষ কে পাওয়ার স্বপ্ন দেখেছিলম, কিন্তু তাকে পাই নি।
মনের ভাষা বোজা যে এত সহজ, তা কখনও বোজতে পারতামনা। যদি তোমাকে আপন করে না পেতাম। যখন তুমি আমার পাশে ছিলে তখন তোমার মনের কথা আমি বোজতাম, তোমার চোখের ভাষা আমি বোজতাম। তোমার মুখের কথা থেকে আমি তোমার মনের কথা বেশি শুনতাম। আজ আর কোন কথা শুনতে পাই
না তোমার, আজ তোমার একটু মুখের কথা শুনতে আমার মন বেকুল। তোমাকে দেখার জন্য আজ আমার দুচোখ শুধু চেয়ে থেকে। এই আমাকে তুমি একদিন না দেখলে, কি না করতে।কিন্তু আজ কি কর, মনে হয় কিছুই করনা। জানি আজ তুমি সুখি আমকে ভুলে, আমিও সুখি তোমার সুখে
জানি তোমার চোখে নেই কোন স্বপ্ন আর আমার জন্য। তোমার মনে হয়ত নেই কোন জায়গা আর আমার জন্য। নতুন কারু হত ধরে হয়ত চল পথ, হয়ত নতুন কারু জন্য স্বপ্ন বুনো তোমার চোখে। ঘুমাও কারু বুকে হয়ত মাথা রেখে, কারু জীবনের দুঃখ ভুলাও হয়ত তাকে ভালবেসে। জানি আমি আর নেই তোমার মাঝে, কিন্তু তুমি আছ আমার মাঝে থাকবে চিরদিন ধরে
তোমাকে ভালবাসি,শুধু এটুকু বলব। যদি বল কতটুকু বোজাতে পারবনা, হয়ত কোন কবির মত আমি তোমাকে নিয়ে কবিতা লিখতে পারবনা। হয়ত তোমাকে নিয়ে গাইতে পারবনা শিল্পীর মত কোন গান। শুধু ভালবাসি এটা বোজেনিও, তোমার জন্য বুকের মাঝে সবটুকু জায়গা রেখেছি, শুধু একটু ভালবাসো বিনিময়ে আমি তোমায় সারা জীবন ভালবাসব। আমার হাত টি ধর, তুমি হাত ধরলে নতুন জীবন পাব। যদি ভালবাস সব দুঃখ ভুলে যাব
ছোট ছোট কিছু কথার কারণে, জীবনে বিশাল কিছু ঘটে যায়। একটু ভুলের কারণে বিশেষ কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়। মনের অজানতে কিছু কিছু জিনিস, ধীরে ধীরে দূরে চলে যায়। এসব কিছুতে দুজনের ভুল থাকে, হয়ত কারু বেশি কারু কম। যদি বেশি কম চিন্তা না করে কেউ একজন একটু ছাড., দেন তাহলে সে সম্পর্কটি আর নষ্ট হয় না। আমাদের সবারৈ উচিত সম্পর্ক ঠিকিয়ে রাখতে কিছুটা ছাড. দেওয়া। তাহলে সম্পর্ক থাকবে চিরদিন
1 টি মন্তব্য:
সালের নতুন নতুন Valobasar Golpo গল্প পড়তে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz
একটি মন্তব্য পোস্ট করুন