valobasar manus ti

পৃথিবীর সবচেয়ে
বড় কঠিন কাজ হলো
মানুষের মন বোঝা ,,
যে মন পাল্টে দিতে পারে
একটা মানুষের জীবনের
সবকিছু !!.....





তোর আকাশের নীচে
আমায় একটু দিস ঠাই ,,
তুই ছাড়া এই পৃথিবীতে
আপন কেউ নাই ...
তোর কোলে মাথা রেখে
ঘুমাতে চায় মন ,, জীবনে মরণে তোরি পাশে
থাকবো আজীবন ...
তুই আমার জীবণের এমনি এক জন ,,
তোকে আমার জীবন জুড়ে খুব
প্রয়োজন ..............





সবার স্বপ্ন পূর্ণ হয় না !!
কিন্তু কখনো যদি কারো স্বপ্ন পূরণ
হয় ...
তাহলে পৃথিবীতে তার মত সুখী আর
কেউ নেই .....






ভালবাসা মেনে হলো একাকিত্ব
জীবনে কষ্ট পেয়ে পেয়ে,
মিথ্যে আশা নিয়ে কারো
জন্য অপেক্ষা করা...





ভয় প্রেমের ক্ষেত্রে প্রধান
বাধা ..
এর কারণে নিরবে শুরুর পূর্বেই
সমাপ্তি ঘটে,
কিংবা চোখের
জলে ভেজে অসমাপ্ত ভালবাসা !!.....





প্রিয় মানুষের
কাঁধে মাথা রাখলে
সব দুঃখ-কষ্ট ভুলে থাকা যায় ,
মনে হয় এই একজনই
আছে সব দুঃখ-
কষ্ট মুছে দেবার জন্য ......






কোন মন্তব্য নেই: