একে অপরকে ভালবাসুন

আপনার ভালবাসার সম্পর্কটি চির
অমলিন রাখার জন্য কিছু
গুরুত্বপূর্ন বিষয় মেনে চলুন- ♥♥
একে অপরকে ভালবাসুন
♥♥ প্রিয়
মানুষটিকে কখনো মিথ্যা বলবেন না
♥♥ পারস্পরিক বোঝাপড়াটা সহজ
রাখুন ♥♥ চেষ্টা করুন সবসময়
সাথেই
থাকার
♥♥ মনে আঘাত পেলে তাকে ক্ষমা করুন ও
ভুলে যান
♥♥ একটি বারের জন্যও ব্রেক-
আপের কথামুখেও আনবেন না
♥♥ অহংকার করবেন
না →কথাগুলো মনে রাখার চেষ্টা করছেন তো? ♥♥ শুধু
মুখে স্যরি বলবেন
না,স্যরি বললে মন থেকে বলুন
♥♥ কখনোই আপনার পুরনো প্রেমিক
আব প্রেমিকার ব্যাপারে গল্প
করতে শুরু করে দেবেন না। ♥♥ তার সাথে গোপন
কথাগুলো শেয়ার করুন
♥♥ গোপন
কথাগুলো নিয়ে কখনো কটাক্ষ
করবেন না।
♥♥ কখনোই আপনার অতীতের সাথে বর্তমানের তুলনা করবেন
না
♥♥ দেয়া ও নেয়ার সম্পর্ক
গড়ে তুলুন
♥♥ আপনি যে তাকে ভালবাসেন
তা তাকে বোঝার সুযোগ দিন। →আপনি কি কারো কথা ভাবছেন??
♥♥ তার অনুভূতি ও
মতামতকে সম্মান দিন
♥♥ যেদিন
ঝগড়া হবে দিনটিকে কখনোই
ঝগড়া না মিটিয়ে শেষ হতে দেবেন না ♥♥ তার জন্য
আপনাকে নিখুঁত
হতে হবে এমন কোন
কথা নেই,চেষ্টা করুন তার যথার্থ
জীবনসঙ্গী হবার...

কোন মন্তব্য নেই: