কি করে কাছের এতো আপন মানুষ
টা পর
হতে পারে
যার সাথে সারা জীবন
থাকবো বলে স্বপ্ন
সাজায় তাকে একা করে কি করে চলে যেতে পারে
একবার ও কি তোমার মনে পরে না সেই
কথা গুলু
তবে কেন
এতো ওয়াদা করেছিলে আমার
সাথে
টা পর
হতে পারে
যার সাথে সারা জীবন
থাকবো বলে স্বপ্ন
সাজায় তাকে একা করে কি করে চলে যেতে পারে
একবার ও কি তোমার মনে পরে না সেই
কথা গুলু
তবে কেন
এতো ওয়াদা করেছিলে আমার
সাথে
ছেলে: কাল তোমায় কখন call দেব?
মেয়ে: তোমার যখন ইচ্ছা
ছেলে: সকালে call দেই?
মেয়ে: ok. কিন্তু এত
সকালে আমি ঘুম থেকে উঠিনা
ছেলে: তাহলে ১০টায় দেই?
মেয়ে: না,তখন বাবা বাসায়
থাকে
ছেলে: তাহলে ২টায় দেই?
মেয়ে: ২ টায় তো আমি lunch করি!
ছেলে: ঠিক আছে,তাহলে ৫টায়
দেই?
মেয়ে: তখন তো আমি আমার
ফেভারিট সিরিয়াল দেখি!
ছেলে: তবে সন্ধ্যায়?
মেয়ে: সামনে Exam,সন্ধ্যায়
একটু পড়তে হবে!
ছেলে: তাহলে রাতে দেই?
মেয়ে: না না,রাতে সবাই বাসায়
থাকে তখন কথা বলতে পারব না!
ছেলে: তাহলে কখন call দেব?
মেয়ে: তোমার যখন ইচ্ছা তখন !:P কি বুঝলেন ?
এমন কাউকে খুঁজুন এবং তাকেই
বেছে নিন ,,
যে কিনা -
আপনাকে পেয়ে গর্ব বোধ করে ..
আপনাকে হারানোর ভয়ে ভীত
থাকে ..
¤এখনো গভীর রাতে ফোন
এলে চমকে উঠি....
মনে হয় এই বুঝি সব ভুলে তুমি ফোন
করলে....
¤ফোন এর ম্যাসেজ
টোনটা বেজে উঠলেই স্থির মন চঞ্চল হয়ে ওঠে....
হয়ত স্ক্রিনে ভেসে উঠবে তোমার
নাম....
একটা ছোট্র ম্যাসেজ SORRY....
¤কোথাও নাম্বার টিপে ফোন
দিতে গেলেই আনমনে তোমার নাম্বারটাই
চাপি....
¤বিশেষ দিনগুলো এখনো তোমায়
নিয়ে সাজাই....
ভুলে যাই তুমি পাশে নেই....
¤তোমায় আর ভাবব না বলে অগোচর মনে তোমার কথাই
ভেবে যাই....
ভুলে যাই তোমায় ভাবার পরিধি
আজ আর আমার সীমার মাঝে আর
নেই....
¤হঠাত্ হঠাত্ সুখের স্মৃতিগুলো মনে করে
একা একাই হেসে ফেলি....
চেতনা ফিরে পেলে ভাবি
পাগল হয়ে যাচ্ছি না তো....
¤এখনো প্রিয় নাম্বারটা তোমারই
আছে বদলে ফেলার মত সাহস হয় না....
¤এখনো তোমায় ভেবেই দিন
কাটাই
তুমিও কি থাকো আমারই মত....
আমারই প্রতিক্ষায়..... ♥♥♥.
পৃথিবীতে কেও কেও এত
ভাগ্যবান যে, মানুষকে
অনেক কষ্ট দিয়েও
নিজে ভালবাসা পায়....
আর কেও কেও এত হতভাগা যে,
অনেক বেশি ভালবেসেও বিনিময়
শুধু কষ্ট পেতে হয়.....♥♥♥....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন