জানি তুমি আসবে না ফিরে

কারো আঘাতে মৃত্যুর
পথ
বেছে নেয়াটা বোকামি ছাড়া
আর কিছুই নয়..!!







তোর আকাশের নীচে
আমায় একটু দিস ঠাই ,,
তুই ছাড়া এই পৃথিবীতে
আপন কেউ নাই ...
তোর কোলে মাথা রেখে
ঘুমাতে চায় মন ,, জীবনে মরণে তোরি পাশে
থাকবো আজীবন ...
তুই আমার জীবণের এমনি এক জন ,,
তোকে আমার জীবন জুড়ে খুব
প্রয়োজন ..............



সবার স্বপ্ন পূর্ণ হয় না !!
কিন্তু কখনো যদি কারো স্বপ্ন পূরণ
হয় ...
তাহলে পৃথিবীতে তার মত সুখী আর
কেউ নেই .....






জীবনসঙ্গিনী যে সবসময়
সুন্দরী হতে হবে এটা কোন
গুরুত্বপূর্ণ কথা নয়।
ভালবাসুন এমন কাউকে যে আপনার
রূপ কে নয় আপনার সুন্দর
মনকে ভালোবাসে।
সে আপনেকে নিঃস্বার্থ
ভাবে ভালবাসবে।
কিন্তু সে আপনেকে মন প্রাণ উজাড় করে ভালবাসবে।
নিজের
মতো করে আপনেকে সুখি রাখবে। কিন্তু আফসোস....!

অধিকাংশ মানুষ
এটা বুঝতে পারেনা ....





জগতের সবচেয়ে কঠিন
কষ্ট হয় তখনই
যখন প্রিয়
মানুষটা পাশে থাকতেও
ধরা হয়না তার কোমল হাতটা,
লাজুক স্বরে বলা
হয়না- ভালবাসি তোমায় !!...........


1 টি মন্তব্য:

Joy Babu Jewel বলেছেন...

সালের নতুন নতুন Valobasar Golpo গল্প পড়তে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz