একজন ছেলে যখন সত্যি সত্যি

একজন ছেলে যখন সত্যি সত্যি কোন মেয়েকে ভালোবেসে ফেলে তখন..

» মেয়েটি যতই কষ্ট দিক না ক্যানো তা তার কাছে কোন ব্যাপার হয়ে দাঁড়াবেনা সে মেয়েটিকে ভালোবেসেই যাবে..

» সে সরি বলবে এমনকি সে যদি সরি বালারমত কিছু না ও করে থাকে..

» তার সম্পর্ক টিকিয়ে রাখতে কোন তর্ক বিতর্কে যাবেনা, অনেক কিছু বলার থাকলেও কিছুনা বলে সাবজেক্ট ক্লোজ করে দিবে..

» মেয়েটির অনুভূতি গুলোকে বুঝাবে এবং সব সময় হ্যাপি রাখতে ট্রাই করবে..

» যদি ছেলেটা আপসেট থাকে সে মেয়েটিরসাথে কথা বলতে চাইবেনা কারন মেয়েটি তার কোন আচরণে কষ্ট পেতে পারে তা ভেবে..

» ছেলেটি তখনি মেয়েটিকে ছেঁড়ে যেতে চাইবে যখন দেখবে মেয়েটি অভদ্র তার ব্যবহার রূঢ়.. কিন্তু তারপরেও পারবেনা..

» সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললে তাইকেই সারা জীবন ভালোবেসে যাবে তার জন্য কান্না করে যাবে

» সে সব সময় চেষ্টা করে যাবে সেই মানুষটিকে ফিরে পেতে





করু চোখ মুখ দেখে মনে হয়, সে আপনা কে খুব ভালবাসে কিন্তু যখন বলতে যাবেন। তখন তার উত্তর শুনে খুব খারপ লাগবে। বলবে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। পরে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মানুষ এর মনের খবর কখনও জানা যায়না। এক সাথে থেকেও মানুষের মনের খবর না জানতে পারা, মানুষের বিসাল দূর্বলতা




ভাল ভাবে চলছিল মাঝে কি এমন হল যে চলে গেলে ফেলে। আমার কোথায় ভুল সেটা আজও আমি বোজতে পারিনি। তোমাকে ফিরে পেতে আজ খুব ইচ্ছে করে, আসবে বলে আজ স্বপ্ন দেখি। প্রতিটি রাত কাটে আমার তোমাকে ফিরে পাবার স্বপ্ন দেখে। আজ তোমার কথা খুব মনে হচ্ছে তাই আজ আর ঘুম হবে না